ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫০ বছরের অধিক সময় ধরে বর্ষবরণ উপলক্ষে আয়োজন করা হয় গ্রাম্য মেলার। প্রতি বছর বাংলা সনের প্রথম ৩ দিন ধরে গ্রাম্য এ বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। এবার ১৪ এপ্রিল(মঙ্গলবার) থেকে শুরু হওয়া মেলা শেষ হয়েছে ১৬ এপ্রিল (বৃহস্পতিবার)। তরুণদের হাতে গড়া সংগঠন "ভৈরব যুব সংঘ গ্রামটিতে প্রতি বছর এ মেলার আয়োজন করে। শুরুতে মেলাটি ঝনঝনিয়া গ্রামের মানুষ উৎযাপন করলেও এখন দূরদূরান্তের মানুষও আসেন এখানে।মেলায় ঘুরতে আসা শাহনাজ পারভিন বলেন, শুনেছি এখানে প্রতি বছর মেলা হয়, তাই পরিবার নিয়ে ঘুরতে এসেছি। গ্রামের ভিতর এমন সুন্দর আয়োজন সত্যি তা ভাবতে পারিনি। জানাগেছে, ৫০ বছর আগে গ্রামটির একদল তরুণ বাংলা সন উপলক্ষে তিন দিনের মেলার আয়োজন করে। সেই থেকে আর কোন বছর ৩ দিনের এ মেলা বন্ধ হয়নি। মেলায় গ্রাম বাংলার আবহমান বাঙালির সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন স্টল দিতে দেখা যায়। তরুণদের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে ৩ দিনের মেলার ধারাবাহিকতা তরুণরাই ধরে রেখেছে। প্রতি বছর গ্রামটির প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈশাখের প্রথম দিন এ মেলা শুরু হয়ে তৃতিয় দিন পর্যন্ত চলে। সব মিলে গ্রামটিতে ৩ দিনের মেলা উপলক্ষে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।