কাহারোলে জামাত নেতাকে কুপিয়ে জখম, গ্রেফতার ৬

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৫, ০২:০০ পিএম
কাহারোলে জামাত নেতাকে কুপিয়ে জখম, গ্রেফতার ৬

দিনাজপুরের কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউপির ১২ মাইল কান্তনগর মোড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ী ফেরার পথে ইউপি চেয়ারম্যানের লোকজন ও এলাকার লোকজন মহাসড়ক অবরোধ করে। সেই সময় কাহারোল উপজেলার ১১ মাইল গড়মল্লিকপুর গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র ও  শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি জামাত নেতা মোঃ শফিকুল ইসলামকে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিকের লোজজন এলোপাথারী ভাবে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংঙ্খাজনক। এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। এব্যাপারে কাহারোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৯, তারিখঃ ১১/০৪/২০২৫। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন। কাহারোল থানা পুলিশ জানায়, উক্ত মামলায় ৬জন আসামীকে গ্রেফতার করেছে, গ্রেফতাকৃত আসামীরা হলেন, ৫নং সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, হোসেনপুর গ্রামের আপন দুই সহদর জামান ও হেলাল, ১২ মাইলের সুবাশ চন্দ্র রায়, মিসু ও মেহেদুল। আসামীদেরকে আদালতে প্রেরন করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে