কাহারোলে টমেটোর বাম্পার ফলন, উৎপাদন খরচ উঠছে না কৃষকের

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ০২:০৪ পিএম
কাহারোলে টমেটোর বাম্পার ফলন, উৎপাদন খরচ উঠছে না কৃষকের

দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে মাঠে, গাছে গাছে টমেটো পঁচে যাচ্ছে। টমেটোর বাম্পার ফলন হলেও ন্যায্য দাম পাচ্ছেন না টমেটো চাষীরা। তাই টমেটো ক্ষেত থেকে তুলে শ্রমিকের মুজুরী না পাওয়ার কারণে ক্ষেত থেকে টমেটো তুলছে না। ক্ষেতের মধ্যে টমেটো পঁচে যাচ্ছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় সেতাবগঞ্জ সুগার মিলের জমিতে চাষী নজরুল ইসলাম টমেটো তুলছেন। তিনি জানান, দেড় বিঘা জমিতে টমেটো চাষ করে খরচ হয়েছে ১ লক্ষ ৫ হাজার টাকা। গতকাল পর্যন্ত টমেটো বিক্রি করে দাম পেয়েছি ৩৫ হাজার টাকা। অপর চাষী নাজমুল হক বলেন, ১ বিঘা জমিতে টমেটো চাষ করতে খরচ হয়েছে ৭০ হাজার টাকা। বুধবার পর্যন্ত বিক্রি করেছি ২৫ হাজার টাকা। মোঃ আমিনুল ইসলাম বলেন, ২৫০ থেকে ৩০০ টাকা প্রতি মণ টমেটো বিক্রি হচ্ছে ক্ষেতের মধ্যে। মুজুরীর টাকা না হওয়ার কারণে অনেক টমেটো চাষী ক্ষেত থেকে টমেটো তুলছেন না। 

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি গ্রীষ্মকালীন মৌসুমে গ্রীষ্মকালীন টমেটো চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল ৮৫ হেক্টর জমি। তবে আবাদ হয়েছে ৭০ হেক্টর জমিতে। 

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ জানান, টমেটোর বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগ টমেটো চাষের জন্য কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগীতা ও পরামর্শ দিয়েছেন। বাজারে দাম কম হওয়ার কারণ কাঁচামাল একসঙ্গে এগুলি হচ্ছে। বাইরে বাজারের চাহিদা বেশী থাকলে দাম কমতো না। বাইরে চাহিদা কম থাকার কারণে বাজারে একটু দাম কম। আগাম জাতের টমেটো একসঙ্গেই বাজারজাত হচ্ছে সেই কারণে কিছুটা দাম কমে গেছে। তবে আগামী সপ্তাহের মধ্যে চাহিদা বেড়ে গেলে কৃষকেরা দাম বেশী পাবে এই আশা ব্যক্ত করেন তিনি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে