দিনাজপুরের কাহারোল উপজেলার দশ মাইলের পাশ্বে অবস্থিত পূর্ব সাদীপুর উচ্চ বিদ্যালয়টি নানা সমস্যায় জড়জরিত রয়েছেন। প্রতিষ্ঠানটিতে ৪০০জন শিক্ষার্থী লেখা পড়া করছে। শিক্ষক সংখ্যা রয়েছে ১৪জন কর্মচারী রয়েছে ৬জন এবং ৩জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। এবার এসএসসি পরীক্ষায় ৮৩জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। দীর্ঘ ৫ মাস ছুটিতে থাকার পর প্রধান শিক্ষক মোঃ মজিদুল ইসলাম কয়েক দিন পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছেন বলে জানিয়েছেন কাহারোল উপজেলা শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলাম। তিনি বলেন, যোগদানের কাগজ আমার টেবিলে দেখেছি কিন্তু আজ পর্যন্ত প্রধান শিক্ষক মোঃ মজিদুল ইসলাম দেখা করেননি বা কোন যোগাযোগ করেন নাই। পাঁচ মাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, সহকারী প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র রায়। রবিবার সকাল ১০টায় সহকারী প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র রায়ের সঙ্গে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রধান শিক্ষক স্কুলে কখন আসে কেউ বলতে পারে না। চুপ করে স্কুলে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। প্রধান শিক্ষক স্কুলে না থাকার কারনে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন এক অভিভাবক। নাম না প্রকাশ করা শর্তে এক অভিভাবক বলেন, প্রধান শিক্ষক আগেও খেয়াল খুশি মত স্কুলে আসতো এখনো সেই ভাবে আসে। কারো কোন প্রয়োজন হলে তাকে স্কুলে পাওয়া যায় না। গতকাল রবিবার সকাল ১১টা ২২ মিনিটে তার ফোনে ফোন দেওয়া হলে জালাল নামে একজন কথা বলে। তিনি বলেন, প্রধান শিক্ষক ফোন রেখে গেছে কথা বলা যাবে না ফোনের লাইন কেটে দেন।