কাহারোল থানায় ওপেন হাউস-ডে

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০৬:৫৩ পিএম
কাহারোল থানায় ওপেন হাউস-ডে

গতকাল রবিবার বিকেলে কাহারোল থানা চত্বরে কাহারোল থানা দিনাজপুরের আয়োজনে, ওপেন হাউস-ডে অনুষ্ঠিত হয়। কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ওপেন হাউস-ডে সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি দিনাজপুর পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। বিশেষ অতিথি ছিলেন, কাহারোল সার্কেলের ইন্সেপেক্টকর মোঃ রফিকুল ইসলাম। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা শাখার বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারন সম্পাদক মোঃ শামীম আলী, জামায়াতে ইসলামী বাংলাদেশ কাহারোল উপজেলা শাখার সভাপতি মাওঃ তরিকুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ ও সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুধীজন মুক্ত আলোচনায় অংশ নেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে