কিশোরগঞ্জে অটিজম সচেতনতা দিবস উদযাপিত

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ০৪:৫৭ পিএম
কিশোরগঞ্জে অটিজম সচেতনতা দিবস উদযাপিত

“স্নায়ুবেচিত্রকে বরণ করি, টেকসই সমাজ গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসন,  জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে আলোচনা সভার আয়োজন করে।

  মংগলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসক ফৌজিয়া খান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মো: মুকিত সরকার, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক, মুহাম্মদ  মহসিন খান, সমাজসেবা বিভাগের সহকারি পরিচালক মো: শহীদুল্লাহ্,  শাহনাজ পারভিন, প্রবেশন অফিসার আবদুল্লাহ আল মামুন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চত্রবর্তী,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি সাইফুল মালেক চৌধুরী, সেন্ট্রাল প্রেস ক্লাব সভাপতি আশরাফুল ইসলাম,মারিয়া ইনক্লুসিভ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, পপির জেলা সমন্বয়কারি ফরিদুল আলম, ব্রাকের জেলা সমন্বকারী সাফরিনা আক্তারসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী,অটিজম  প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রছাত্রী বৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে