কুমিল্লা বারের সাবেক সভাপতি লিটনসহ ৬ আইনজীবী কারাগারে

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫, ০৬:১৮ পিএম : | আপডেট: ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৯ পিএম
কুমিল্লা বারের সাবেক সভাপতি লিটনসহ ৬ আইনজীবী কারাগারে

৩ আগস্ট’২৪ কুমিল্লা পুলিশ লাইনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় কুমিল্লা বারের সাবেক সভাপতি এড. মোস্তাফিজুর রহমান লিটনসহ ৬ আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রহমান এ নির্দেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) কাইমুল হক রিংকু।  কারাগারে আসামিরা হলেন, কুমিল্লা বারের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসেন। এছাড়া সাবেক এপিপি অ্যাডভোকেট জিয়াউল আহসান সোহাগ ও সাবেক এপিপি অ্যাডভোকেট এ এম এম মঈন পালাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা গুলিবর্ষণের ঘটনা ঘটে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর সংগঠক ইনজামামুল হক রানা বাদী হয়ে ২৬ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। ওই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে সোমবার আসামীরা কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। বিচারক মো. মাহাবুবুর রহমান পুলিশ চার্জশিট পর্যন্ত ১৮ জনের জামিন মঞ্জুর করে বাকি ৬ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার মামলার সর্বমোট আসামি ২৬১ জন। গত ১১ আগস্ট কুমিল্রা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ইনজামামুল হক রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ২৪ জন আসামি শুনানিতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এই মামলার অন্যতম দুই আসামি অ্যাড. জিয়াউল হাসান চৌধুরী সোহাগ এবং অ্যাড. মইন পলাতক রয়েছেন। পলাতক আসামিদের ওয়ারেন্ট জারি হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর সদস্যসচিব রাশেদুল হাসান বলেন, ছাত্র-জনতার ওপর হামলায় মদদপুষ্ট স্বৈরাচারের লেসপেন্সার ছিল কুমিল্ল বারের এই অ্যাডভোকেট প্যানেল। সেই হামলায় তাদের নামে মামলা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে