কুলিয়ারচর পৌরসভায় এক বছর ধওে তিনটি পদ শূন্য

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৫, ০৬:৪০ পিএম : | আপডেট: ২৭ এপ্রিল, ২০২৫, ০৬:৪০ পিএম
কুলিয়ারচর পৌরসভায় এক বছর ধওে তিনটি পদ শূন্য

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভাটি প্রায় ২০ হাজার লোকের বসবাস। এ পৌরসভায় তিনটি গুরুত্বপূর্ণ পদ খালি রয়েছে গত এক বছর ধরে। ৫ই আগস্ট সরকার পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু জনগণের হেনস্তার কোনো ভালাই নেই। জন্ম নিবন্ধন থেকে শুরু করে সকল কাজ যেন ঝিঁমিয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কয়েকটি দপ্তর দেখলেও দেখবাল না থাকার কারণে পৌরসভাটি যেন হারিয়ে যাচ্ছে। নেই কোনো উন্নয়ন, নেই কোনো দাপ্তরিক কাজের গতি এসব কারণে জনগণ চরম দূর্ভোগের শিকারে পরিণত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পৌরসভার এই গুরুত্বপূর্ণ তিনটি পদ হচ্ছে পৌর প্রশাসনিক কর্মকর্তা, পৌরসভার ইঞ্জিনিয়ার ও উপ-সহকারী ইঞ্জিনিয়ার পদটি শূন্য রয়েছে। যদিও ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আবুল আহসান ভূইয়া করিমগঞ্জ থেকে মাসে ১-২ বার আসেন কি না সেটাও এখন অসম্ভব হয়ে পড়ে রয়েছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। গতকাল রবিবার কয়েকজন পৌরবাসী বলেন, বর্তমানে কুলিয়ারচর পৌরসভার রাস্তাঘাট, পয়নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা ও ময়লা ফেলার জায়গাটুকুও না থাকার কারণে বিভিন্ন আনাচে-কানাচে বর্জ্য ফেলায় পরিবেশ আরো দূষিত হচ্ছে। মনে হচ্ছে যেন, দেখার কেউ নেই।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে