কুষ্টিয়ায় পৃথক সড়ক দুঘটনায় নিহত ২

এফএনএস (গোলাম কিবরিয়া মাসুম; কুষ্টিয়া): : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৫, ০২:৫৫ পিএম
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুঘটনায় নিহত ২

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় রেহেনা খাতুন (৬০) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনায় তার স্বামী নওদাখাদিমপুর গ্রামের মন্টু সরদার আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের আটমাইল নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে সূত্র জানান,পঞ্চগড় থেকে যশোরগামী বালি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৪৬০২) উক্ত স্থানে স্বামী-স্ত্রীকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে স্ত্রীর মৃত্যু হয় ও স্বামী গুরুতর আহত হয়। পুলিশ ঘটনার স্থান থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার (ওসি) সৈয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকসহ চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে।

অপরদিকে ভেড়ামারায় ডাম্প ট্রাক চাপায় ফিরোজ আলম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ আলম উক্ত গ্রামের কামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইজিবাইকে ফিরোজ আলম ভেড়ামারা শহর থেকে নিজ বাড়ী বাহাদুরপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ফিরোজ গাড়ী থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং তখনই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ভেড়ামারা থানার ভারপপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক এবং চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে