মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রাজিব এইচ চৌধুরী। প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কুসুমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সোবহান,সিনিয়র শিক্ষক মো: জহিরুদ্দিন,মিঠুন কুমার পাল,সাবেক অভিভাবক সদস্য লিটন শেখ,জাগরণী সংসদের সাধারণ সম্পাদক কবির হোসেন।অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন একাডেমীক কো- অর্ডিনেটর সৈয়দ মাহমুদ হোসেন।পরিশেষে বিদ্যালয়ের এস.এস.সি ১ম ব্যাচের শিক্ষার্থী ক্বারী মো: আতাউল্লাহ বিদ্যালয়ের প্রতিষ্ঠায় জড়িত ব্যক্তিবর্গ কল্যান কামনা এবং এস.এস.সি পরীক্ষার্থীদের সফলতায় বিশেষ দোয়া পরিচালনা করেন।