কৃত্রিম মানব শরীরসহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হাতেকলমে চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ নিতে পারবে শিক্ষার্থীরা। ফলে সহজেই সিপিআর, নরমাল ডেলিভারী, বেসিক ও অ্যাডভান্স লাইফ সাপোর্ট সম্পর্কে সহজেই জ্ঞান অর্জন করতে পারবে মেডিক্যাল শিক্ষার্থীরা। উন্নত বিশ্বের এ অত্যাধুনিক উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের প্রধান অংশিজন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক সিমুলেশন ল্যাবের উদ্বোধণ করে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফয়জুল বাশার বলেন, মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা এ ল্যাব থেকে বিভিন্ন অপারেশনসহ তাৎক্ষণিক সেবা দেওয়ার পদ্ধতি হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারবে। কৃত্রিম মানবদেহে শিক্ষার্থীদের করা কাটাছেড়া কিছুক্ষণ পর তা মিলিয়ে আগের রূপে ফিরে যাবে। ফলে শিক্ষার্থীরা সহজেই এ বিষয়ে দক্ষতা অর্জন না করা পর্যন্ত একাধিকবার প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। যার ফলাফল উঠবে পাশে থাকা কম্পিউটারের মনিটরে। তিনি আরও বলেন, এ ল্যাব থেকে শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করে সফল হলে দ্রুত দক্ষতা অর্জন করে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পারবে। পাশাপাশি হাসপাতালে মেডিক্যাল শিক্ষার্থীদের চাঁপ কমবে।
অধ্যক্ষ ডা. ফয়জুল বাশার আরও বলেন, অত্যাধুনিক এ উপকরণগুলোর মধ্যদিয়ে কমসময়ে ও কার্যকরী পদ্ধতিতে স্বাস্থ্য বিষয়ক শিক্ষা নিতে পারবে শিক্ষার্থীরা। তাই রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, শেখানোর পদ্ধতিগুলোর মধ্যে সিমুলেশন একটি আধুনিক কৌশল। এ প্রক্রিয়ায় শিক্ষার্থীরা বাস্তবজীবনের বিভিন্ন সমস্যার বিষয়ে জীবন্ত দেহের পরিবর্তে কৃত্রিম উপকরণ বা পরিবেশ ব্যবহার করে প্রশিক্ষণ নিয়ে থাকে।
মেডিক্যাল কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ক্যাম্পাসের মধ্যেই এখন হাতে কলমে একাধিকবার কৃত্রিম মানবদেহ কাটাছেড়া করে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবো। উন্নত বিশ্বে এ মডেল ব্যবহারের মধ্যদিয়ে আমাদের শিক্ষা কার্যক্রমে আরও গতি আসবে।
আটটি কক্ষের সমন্বয়ে গঠিত অত্যাধুনিক সিমুলেশন ল্যাব গত ২২ এপ্রিল সকালে উদ্বোধণ করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফয়জুল বাশার। এসময় উপাধ্যক্ষ ডা. রেফায়েতুল হায়দার, কলেজের শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ, সাধারণ সম্পাদক ডা. সিহাব উদ্দিন, ডা. মো. শফিকুল ইসলাম, ডা. শফিকুল ইসলাম, ডা. আকবর কবির, ল্যাব পরিচালনা পর্ষদের সভাপতি ডা. চন্দনা সরকার, সদস্য ডা. ওয়াহিদা সুলতানা, ডা. মো. সাইফুল ইসলাম, ডা. রফিকুল বারী, ডা. হানিফ হাওলাদার, ডা. কাজল কান্তি দাস, ডা. জামিল হোসেন, ডা. রিয়াজ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।