মুন্সীগঞ্জ জেলা শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কে.কে. গভর্নমেন্ট ইনষ্টিটিউশনের ৮৩ বছর পূর্তিতে প্রাক্তন ছাত্রদের পূনর্র্মিলনী অনুষ্ঠানের লক্ষ্যে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বিভিন্ন শিক্ষাবর্ষের ছাত্রদের এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় বিশিষ্ট ব্যাংকার মো: সিরাজুল ইসলাম এফ.সি.এম.এ কে আহ্বায়ক এবং চিত্রশিল্পি ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: ফজলুর রহমান ভুটানকে সদস্য সচিব মনোনিত করা হয়। কমিটির অপরাপর সদস্য ও ব্যাচ সমন্বয়ক হলেন এ এস এম নাসির উদ্দিন এলান(”৮১)এডভোকেট মোস্তাফিজুর রহমান ভূইয়া(”৮২)ডা: নিজাম উদ্দিন হেলাল (”৮৩) ডা: শফিকুর রহমান ও মো: ফিরোজ হাসান(”৮৪) গুলজার হোসেন সুমন(”৮৬) এডভোকেট শাহিন মো: আমানুল্লাহ (৮৭)ফিরদাহুল হাসান(”৮৮)মুহাম্মদ আব্দুল জাব্বার(৮৯) মো: আ: রব(৯০)আবু সাঈদ সোহান(৯১)হারুনুর রশিদ (”৯৩) মো: আনিসুর রহমান ও ডা: আব্দুল মালেক মুরাদ(”৯৬)মুহাম্মদ আল আমিন (৯৭)। প্রসঙ্গত: সভায় পূনমিলনীতে রেজিষ্ট্রেশন ফি জন প্রতি ১৫০০ টাকা নির্ধারণ করা হয়,এছাড়া রাজনীতিতে সরাসরি যুক্ত কোন ব্যক্তিকে কার্যকরী সদস্য কিংবা নির্বাহী সদস্য পদে অর্ন্তভুক্ত না করার সিদ্বান্ত গৃহিত হয়।