কোম্পানীগঞ্জে নদীভাঙ্গন রোধে মানববন্ধন

এফএনএস (নাজিম উদ্দিন খোকন; কোম্পানীগঞ্জ, নোয়াখালী) : : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০৪:৪৬ পিএম
কোম্পানীগঞ্জে নদীভাঙ্গন রোধে মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন করেছেন এলাকাবাসী। নদীর ব্যাপক ভাঙ্গনে ছোট হয়ে যাচ্ছে কোম্পানীগঞ্জের মানচিত্র। শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাবনবন্ধনে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোঃ ফখরুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের বাহিনীর অব্যাহত বালু উত্তোলনের ফলে গত ২৬ আগষ্ট ছোট ফেনী নদীর উপর নির্মিত মুছাপুর ২৩ ভেল্ট রেগুলেটরটি ভেঙ্গে যায়। ফলে শত শত বাড়ি-ঘর, ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমি বিএনপির হাই কমান্ডের কাছে অনুরোধ করব, যারা এ বালু সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিতে। 

স্থানীয় বাসিন্দা ফাতেমা বেগম জানান, গত ১৪ বছরে আমাদের বাড়ি চারবার ভেঙ্গেছে। আমার আর কিছুই নাই। সামনে বর্ষা মৌসুমে নদী পাড়ের আর কেউ বসবাস করতে পারবে না। তাই অচিরেই রেগুলেটর স্থাপনের জোর দাবী জানাচ্ছি।

কাফনের কাপড় পরে সাহাব জানান, ঘর-বাড়ি, ফসলী জমি হারিয়ে আমি কাফনের কাপড় পরে ফেলেছি। আমার বেঁচে থাকার ইচ্ছে নেই। সরকার যদি আমাদের দিকে নজর না দেয় পরিবারসহ আমরা আত্মাহুতি দেব।

মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীম জানান, রেগুলেটর ধ্বসে যাওয়ার পর গত ৮ মাসে নোয়াখালীর মুছাপুর, চরএলাহী, চরহাজারী, চরপার্বতী ও ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের অন্তত ৫শত বাড়ি, মাদ্রাসা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান শত শত একর ফসলি জমি, রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাই অচিরেই রেগুলেটর স্থাপনের জোর দাবী করছি।

যুবদল নেতা হাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য মোঃ আমলগীর মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনিছুল হক, সদস্য আফতাব আহমেদ বাচ্চু, একরামুল হক মিলন মেম্বার, মাস্টার আবু নাছের, ফেনী জেলা কৃষক দলের সেক্রেটারী খোকন চেয়ারম্যান, সোনাগাজী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চেয়ারম্যান প্রমুখ। মাবনবন্ধনে এলাকার হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে