নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কায্যালয়ের অধীনে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় ১৬/০৪/২০২৫ইং বুধবার বিকেল ৩টায় উপজেলার হলরুম খাদ্য বান্ধব ডিলার নিয়োগের বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নিয়োগের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাজিব চন্দ্র রায় ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, খাদ্য বান্ধব ডিলার আগ্রহী প্রার্থীগণ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ। খাদ্য বান্ধব ডিলারের জন্য আবেদন করেছেন, কোম্পানীগঞ্জের ৮টি ইউনিয়নের ৯৭টি প্রতিষ্ঠানের মালিক। এরই মাঝে ৭ জনের আবেদন বিভিন্ন ক্রুটি থাকার কারণে বাতিল হয়ে যায়। স্বচ্ছ লটারীর মাধ্যমে যারা নির্বাচিত হলেন, এরা হলেন- ১নং সিরাজপুর ইউনিয়নের- কালী বাড়ীর আবুল কালাম, পিতা- অজ্ঞাত, লোহার পুলের লুৎফুর রহমান, পিতা- ওবায়দুল হক, ২নং চরপার্বতী ইউনিয়নের- চৌধুরী হাট- নেজাম উদ্দিন, পিতা- আব্দুল মালেক, কদম তলা- মোঃ ইলিয়াছ, পিতা- ইউসুফ, ৩নং চরহাজারী ইউনিয়নের হাজারী হাট- ইমাম হোসেন, পিতা- খুরশিদ আলম, শান্তির হাট- মোঃ আরিফুর রহমান, পিতা- রিয়াজুল হক, ৪নং চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার- আবু নাছের, পিতা- ছায়দল হক, পেশকার হাট- এ,এস,এম নাসির উদ্দিন, পিতা- শেখ আব্দুল মালেক মিয়া, ৫নং চরফকিরা ইউনিয়নের বটতলী বাজার- দেলোয়ার হোসেন, পিতা-মনির আহাম্মেদ, চাপরাশিরহাট- আবদুল আজিজ নোবেল, পিতা- আমির হোসেন, ৬নং রামপুর ইউনিয়নের বামনী পশ্চিম বাজার- কামরুল ইসলাম, পিতা- মোঃ নূরুল ইসলাম, বামনী পূর্ব বাজার- মোহাম্মদ আবুল হাসনাত জুয়েল, পিতা- আবু তাহের, ০৭নং মুছাপুর ইউনিয়নের চৌধুরী বাজার- মাইন উদ্দিন, পিতা- তোফাজ্জল হোসেন, বাংলা বাজার-সৈয়দ মোনাঈম বিল্লাহ, পিতা- সৈয়দ মোঃ ইউসুফ, ০৮নং চরএলাহী ইউনিয়নের গাংচিল বাজার- নূর নবী, পিতা- আবুল কালাম, এলাহীবাজার- মোঃ নূরুল হুদা, পিতা- শেখ আহম্মদ। কালীবাড়ী কেন্দ্রের আবেদনকারী ওবায়দুল হক ও কামরুল হোসেন আবেদন প্রত্যাহার করায় একক আবেদনকারী হিসেবে আবুল কালাম নির্বাচিত হয়েছেন। সবাই স্বচ্ছ লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। এবিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম জানান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অধীনে স্বচ্ছ লটারীর মাধ্যমে ৮টি ইউনিয়নের ১৬জন ডিলার নির্বাচিত করা হয়েছে।