টলিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় প্রায় এক যুগের প্রেমে জড়িত। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উঠেছে, এই জুটি নাকি অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। অনেকে তো বলেই বসেছেন, আগামী বছরই নাকি চারহাত এক হচ্ছে। তবে এই খবরের বাস্তবতা কতটা?
এই বিষয়ে অভিনেতা বনি সেনগুপ্ত মুখ খুলেছেন এক সাক্ষাৎকারে। তার স্পষ্ট ভাষায়, “আমাদের বিয়ে নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি।” তিনি জানান, “সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আমাকে প্রশ্ন করা হয়েছিল, কবে বিয়ে করছেন? আমি বলেছিলাম, এই বছরে সম্ভব না। আমাদের দুজনের কাজের চাপ অনেক বেশি। আমি একটি নতুন ফ্ল্যাট বুক করেছি, সেটি পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত বিয়ের কথা ভাবা সম্ভব নয়। ফলে বিয়ে হলে পরের বছর হতে পারে। কিন্তু সেটা কনফার্ম কিছু নয়।”
এদিকে কৌশানীর ক্যারিয়ার এখন রীতিমতো উর্ধ্বগামী। 'আবার প্রলয়', 'বহুরূপী', 'কিলবিল সোসাইটি'—প্রতিটি কাজেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার সিনেমার গানগুলোও ট্রেন্ডিং লিস্টে জায়গা করে নিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অন্যদিকে, বনির ক্যারিয়ার তুলনামূলক একটু স্থবির হলেও, তিনি নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টায় ব্যস্ত। সম্প্রতি ওড়িয়া সিনেমা 'আজিরা রেবতি'-তে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন, এবং তিনি জানান, ছবিটি দ্বিতীয় সপ্তাহেও হাউসফুল যাচ্ছে। এছাড়া বাংলা ছবিও করছেন, যেমন—‘হাঙ্গামা ডট কম’, এবং ওড়িয়াতে আরও কয়েকটি কাজ রয়েছে তার হাতে।
তবে কৌশানীর সাফল্য নিয়ে বনি হিংসা করেন—এমন মন্তব্য নেটিজেনদের একাংশ করতেই থাকেন। এই প্রসঙ্গে বনি বলেন, “ওর খারাপ সময়ে পাশে ছিলাম, তাহলে ভালো সময়েও কেন থাকবো না? দ্বিতীয় সুযোগ সবাই ডিজার্ভ করে। কৌশানী সেটা কাজে লাগিয়েছে, এটা নিয়েই আমি গর্বিত।” ট্রোলারদের উদ্দেশে তার জবাব, “কে কী বলছে, জানি না। কিন্তু যারা ভুলভাল বলে কিছুটা ভিউ পায়, তাদের তাই চলুক।”
টলিউডে ভালো কাজ না পেয়ে অভিমানে ওড়িশায় পাড়ি দিচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে বনি বলেন, “সিনেমা তো সিনেমাই—ভাষা ভেদ করে না। ভালো কাজের খোঁজে আমি যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করবো।”
নিজেকে নতুনভাবে গড়ে তোলার লড়াইয়ে সদা প্রস্তুত বনি, বলেন, “যেদিন আমিও দ্বিতীয় সুযোগ পাব, হয়তো তখন নিজের নামটাই বদলে ফেলবো। আপাতত, পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যেতে চাই।”