জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধ ভাবে পুকুর খনন করে মাটি বিক্রি ও রাস্তা নষ্ট করার অপরাধে দুই ব্যক্তির ১লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা। জানাগেছে, ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা পশ্চিম পাড়া মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে আফছার আলী মন্ডল ও কোরবান আলীর মন্ডলে ছেলে আহম্মদ মন্ডল অবৈধ ভাবে এক্সেবেটর (ভেকু) মেশিন দিয়ে পুকুর খনন করে ট্রাকলরি যোগে দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন যায়গায় মাটি বিক্রি করে আসছে। এতে ওই এলাকার গ্রামীন রাস্তা ঘাট ভেঙ্গে পরে। উপজেলার প্রধান পাকা সড়কে মাটি পরে ধুলার কারনে জনসাধারণ চলাচলে দূর্ভোগের সৃষ্টি হয়। ওই সড়ক দিয়ে যানবাহন চলাচলে বিঘ্নিত হওয়ার অভিযোগে গত ১১ ডিসেম্বর বুধবার বেলা ২ টায় এসিল্যান্ড থানা ফোর্স নিয়ে সরেজমিনে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আফছার আলী মন্ডলের পঞ্চাশ হাজার ও আহম্মদ মন্ডলের আষি হাজার দুই জনের ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।