কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষণরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়নে কর্মশালা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫, ০৫:৩৫ পিএম
কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষণরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়নে কর্মশালা

উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় পলিথিন ও প্লাষ্টিক দূষণরোধে বনজীবিদের  করণীয় শীর্ষক কর্মশালা অনু্ষ্িঠত হয়েছে। শুক্রবার  (১৮ এপ্রিল) বিকাল ৪ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের  সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে কয়রা উপজেলার বিভিন্ন  অঞ্চলের বনজীবিদের নিয়ে এ কর্মশালা  অনু্ষ্িঠত হয়।

কয়রা কপোতাক্ষ কলেজের অবসার প্রাপ্ত অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর দি সুন্দরবনের টিম লিডার নিরাপদ মুন্ডার সঞ্চলনায় কর্মশালায় আলোচনায় বক্তব্য রাখেন শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শফিকুল ইসলাম সাহিদ, সাংবাদিক সদর উদ্দীন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, রুপান্তরের অনুপ রায়, মাইনুর, আশিকুজামান, বনজীবি, রফিকুল ইসলাম, রোকনুজ্জামান, মাসুমা আক্তার, আসমা খাতুন প্রমূখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে