মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছি ইউনিয়নের মেঘনা গোমতী নদীর উপরে একটি সংযোগ ব্রিজের প্রয়োজন।
গুয়াগাছিয়া ইউনিয়নের প্রায় ১৫/২০ হাজার লোকের প্রতিদিন আসা-যাওয়া বাহন নৌ পথে ইঞ্জিন চালিত টলার স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, বাজার, মার্কেট, এবং অসুস্থ রোগ যাতায়াতের বাহন ইঞ্জিন চালিত ট্রলার নৌকা মহাসড়কের সাথে যোগাযোগ করা খুবই কষ্ট হয় মানুষের ইচ্ছে করলে রাতের বেলা আসা যাওয়া সম্ভব হয় না এই নদীতে অনেকে ডাকাতের কবলে পড়ে সর্বোচ্চ হারিয়েছে এবং পঙ্গু হয়েছে মৃত্যুবরণও করেছে তাই এই ইউনিয়নের মানুষের একটাই দাবি তাদের তুই মেঘনা গোমতী নদীতে একটি ব্রিজ দীর্ঘদিনের দাবি।
অনেকে প্রতিশ্রুতি দিল কিন্তু ব্রিজ করা সম্ভব হয় না ইদানিংকাল বিভিন্ন ফেসবুক আইডিতে তারা এই প্রতিবাদ করে যাচ্ছে তাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযোগ করার জন্য একটি ব্রিজের প্রয়োজন এবং এই অবহেলিত নদীপথে পুলিশের তদন্ত কেন্দ্র, এখানে প্রতিনিয়ত ভয়ংকর ডাকাতি হয় এবং মাদকে রাখতে হিসেবে পরিণত হয়েছে এই গুয়াগাছিয়া ইউনিয়,
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান এখান থেকে পুলিশ আসামি ধরতে খুবই কষ্ট হয় একাধিকবার থানা পুলিশ ডাকাতের হাতে এখানে লাঞ্ছিত হয়েছে কারণ নদী থাকে কারণে এটি রিমোট এরিয়া হিসেবে প্রমিত হয়েছে এলাকার মানুষ কৃষিজীবী বেশিরভাগ পেশা তাদের মাছ ধরা এবং প্রবাসী ব্যবসা বাণিজ্য চাকরি করা অসম্ভব হয়ে পড়ে যাতায়াত না থাকায় ব্রিজ হলে এলাকাটি উন্নত হবে তাই মানুষের স্বপ্ন খুব দ্রুত একটি ব্রিজ নির্মাণের।
গজারিয়া উপজেলার সর্ব-অবহেলিত ইউনিয়নের নাম গুয়াগাছিয়া, যেখানে নেই কোন আধুনিক যান চলাচলের যাতায়াত ব্যাবস্থা, ট্রলার হচ্ছে চলাচলের একমাএ মাধ্য। যেমন একটি দেশ পাল্টে দেওয়ার প্রধান ভূমিকা হলো যোগাযোগ ব্যাবস্থা সহজ করা। ঠিক তেমন একটি ব্রিজ'ই পারে কয়েকটি গ্রামের গ্রামীন পরিবেশ চেঞ্জ করে দিতে।
আমরা গুয়াগাছিয়া ইউনিয়ন বাসি ও চাই আধুনিকতার ছোয়া পেতে, আমরা চাই একটা ব্রিজ। আমাদের প্রানের দাবি গুয়াগাছিয়াতে একটি ব্রিজে হোক।
নির্বাচন এলে জন প্রতিনিধিরা এসে ভোট চায় আবার বোর্ড চলে গেলে তারা এই এলাকার খবর রাখে না তাই আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি আমাদের একটি ব্রিজের ব্রিজ হলে এলাকার উন্নয়ন করা সম্ভব হবে এখানে হবে বিভিন্ন ইন্ডাস্ট্রি মার্কেট শিল্প প্রতিষ্ঠান এবং এলাকাবাসী গ্যাসের সুবিধা পাবে। নদীমাতৃক ইউনিয়ন হওয়া ভালো শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এই ইউনিয়নের মানুষ।