গজারিয়ায় মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখমসহ আহত ৭

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৫, ০৮:০০ পিএম
গজারিয়ায় মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখমসহ আহত ৭

মুন্সিগঞ্জের গজারিয়ায় মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় এক যুবককে কুপিয়ে আহতসহ ৭ জন। শুক্রবার(২৫ এপ্রিল)বেলা ২ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের শান্তি নগর জামে মসজিদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে,এই ঘটনায় শাকিল নামে আরেক যুবকের আহতসহ ৭ জনে  হওয়ার খবর পাওয়া গেছে।

বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিনগর জামে মসজিদে জুমার নামাজের সময় মসজিদের হিসাবনিকাশ ও জবাবদিহিতাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে সাংঘর্ষিক ঘটনায় ৫-৭ জন মুসল্লী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।  আহতরা আশপাশের হাসপাতালসহ ঢাকা মেডিকেল হাসপাতালে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানা গিয়েছে। মসজিদের ভিতর এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংঘর্ষিক ঘটনায় পুরো এলাকা উত্তপ্ত ও নিন্দার ঝড় বইছে। 

সাংঘর্ষিক এই ঘটনায় আহত শান্তিনগরের তাজল ইসলামের ছেলে মোঃ শাকিল, মোঃ শাহজাহানের ছেলে ফয়সালসহ বালুয়াকান্দি পশ্চিম পাড়ার সিফাত, সাওন ও রাকিেেবর নাম জানা গিয়েছে। এদিকে  চানঁমিয়া মোল্লার ছেলে আমজাদ হোসেন এর সাথে তাজল ইসলামের ছেলের মধ্যে বাগবিতণ্ডার সূত্র ধরে এমন নেক্কারজনক ঘটনা ঘটে বলে জানান সরেজমিনে থাকা স্থানীয় সাধারণ মানুষ। 

পরবর্তীতে  হালিম মোল্লা, সাদ্দাম, ওমর ফারুক ও  রাসেল সহ বহিরাগতদের মধ্য অনাকাঙ্ক্ষিত এ সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়লে উভয়পক্ষেই আহত হওয়ার  ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত গজারিয়া থানায় কোন পক্ষেরই  অভিযোগ দেওয়ার কোন খবর পাওয়া যায়নি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে