গফরগাঁওয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ, প্রশংসায় ইউএনও

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫, ০৫:২০ পিএম : | আপডেট: ১৮ এপ্রিল, ২০২৫, ০৫:২০ পিএম
গফরগাঁওয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ, প্রশংসায় ইউএনও

প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন. এম আব্দুল্লাহ আল মামুন। তিনি প্রকাশ্যে লটারির মাধ্যমে পৌর এলাকার ওএমএস ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় পৌরবাসীর প্রশংসা কুড়িয়েছেন।

গত বৃহস্পতিবার দুপুরে গফরগাঁও উপজেলা পরিষদ হল রুমে লটারি কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে লোকজনের উপস্থিতিতে লটারিতে নির্বাচিত ৬ জন ডিলারদের নাম ঘোষণা করা হয়। পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে মোট ৩৯ জন আবেদনকারী এই প্রক্রিয়ায় অংশ নেন।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ ফারুক, পৌর কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি বর্গসহ আবেদনকারীরা উপস্থিত ছিলেন।

এতে স্বচ্ছ পদ্ধতিতে ডিলার নির্বাচিত হওয়ায় আবেদনকারীরা স্বস্তি প্রকাশ করেন। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরাও ইউএনও’র এই উদ্যোগের প্রশংসা করেন এবং তারা আশা করছেন, অন্যান্য ক্ষেত্রেও প্রশাসন এমন স্বচ্ছতা বজায় রাখবে।

নির্বাচিত ডিলাররা হলেন: মোশারফ হোসেন

(চাঁদনী মোড়), আমিনুল ইসলাম (বিশ্বরোড মোড়),  রাকিব আহমেদ (জিরানী মোড়), আফজাল (শিবগঞ্জ রোড), আব্দুল আজিজ সাদেক (কলেজ রোড) ও আব্দুল সাত্তার (মহিলা কলেজ রোড)।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন. এম আব্দুল্লাহ আল মামুন বলেন, "স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই ছিল আমাদের লক্ষ্য। তাই সবার সামনে লটারি করে ডিলার নির্বাচন করেছি, যাতে কোনো অনিয়ম না থাকে।"

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW