গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীর মাঝে পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
: | আপডেট: ১৫ এপ্রিল, ২০২৫, ০৩:০৪ পিএম : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ০৩:০৪ পিএম
গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীর মাঝে পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর মাঝে পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯ টার ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় শুরু আগে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানবিক নেতা এ্যাডঃ আল-ফাতাহ্ খানের সার্বিক সহযোগিতায় পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিমের নেতৃত্বে পাঁচবাগ কেন্দ্রের ৩৯৭ জন এসএসসি পরীক্ষার্থীর মাঝে এসব পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, এবছর পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের শিক্ষার্থীরা নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে