ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আবুল হোসেন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় উদ্দেশে ষ্টেশন ছাড়ার পর মশাখালী স্টেশনের আউটার সিগনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন উপজেলার পাগলা থানার বেলাব এলাকার রোস্তম আলীর ছেলে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ট্রেনে কাটা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।