তীব্র গরমে রোগীর কষ্টের কথা চিন্তা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি বৈদ্যুতিক ফ্যান উপহার দেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ আল-মামুন।
সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জামাল উদ্দিন হাতে তিনি এ ফ্যানগুলো তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁওয়ের সেনাবাহিনীর দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ল্যাফটেনেন্ট ফয়সাল আরবি জিহাদ, পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম আব্দুল্লাহ আল-মামুন বলেন, তীব্র গরম ও আসন্ন গ্রীষ্ম মৌসুমে মহিলা ও শিশু ওর্য়াডের রোগীদের যেন সমস্যা না হয় সে লক্ষে ১০টি বৈদ্যুতিক ফ্যান দেওয়া হয়েছে।