গাইবান্ধায় পেপার বিক্রেতা ও অটোরিকশা চালক আনিছুর রহমানের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনসাধারণ। রবিবার বেলা ১১ টায় জেলা শহরের আসাদুজ্জামান মার্কেট সংলগ্ন ডিবি রোডে মানব বন্ধন করে। মানববন্ধন শেষে ট্রাফিক মোড়ে শতশত বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে ঘন্টাব্যাপী অবস্থান নেন। এতে করে পুরাতন জেলখানা মোর থেকে ডিসি অফিস পর্যন্ত দুই পাশে রাস্তায় যানজট সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিলে সংহতি জানিয়ে অংশ নেন জেলার কর্মরত পেপার বিক্রেতা, অটোরিকশা শ্রমিক, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় জনসাধারণ।
এসময় উপস্থিত বক্তারা বলেন, পেপার বিক্রেতা আনিছুর রহমান ঠান্ডা কে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের কে আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ও হুশিয়ারী দেন। সেই সঙ্গে পেপার বিক্রেতা আনিছুর রহমান ঠান্ডার স্ত্রী ও ছেলে আসামিদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় কয়েকজন অপরিচিত দুর্বৃত্ত যাত্রী সেজে স্টেডিয়ামের কাছে যাওয়ার কথা বলে আনিসুর রহমান ঠান্ডার অটোবাইকে ওঠে পড়ে। গাইবান্ধা স্টেডিয়ামের কাছে সেখানে যাওয়ার পর ওই দুর্বৃত্তরা আনিসের কাছে ধস্তাধস্তি করে অটোবাইকের চাবি চায়। তিনি চাবি দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা ছোড়া বের করে তার পেটে এলোপাথারিভাবে আঘাত করার পর পেটের নাড়িভুড়ি বের করে অটোবাইক নিয়ে ছিটকে পড়ে। এসময় আনিস অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ভোরবেলা ওই সড়কে চলাচলকারী এক পথচারী আনিসকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে চিনতে পেরে তার বাড়িতে খবর দেয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ এপ্রিল সকাল ৯টার দিকে আনিস মারা যান।