গাইবান্ধা সদরের সাবেক এমপি শাহ্ সারোয়ার কবির গ্রেপ্তার

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : : | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫, ০৪:৩৫ পিএম
গাইবান্ধা সদরের সাবেক এমপি শাহ্ সারোয়ার কবির গ্রেপ্তার

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ সারোয়ার কবীরকে দিনাজপুরে গ্রেফতার করা হয়েছে। তিনি দিনাজপুরে তার বোন আফরোজা পারভীন কবিরের বাসায় আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ বস্তি এলাকায় বোনের বাসা ‘দীবা গার্ডেন’ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শাহ সরোয়ার কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, 'আটককৃত সাবেক এমপি শাহ সরোয়ার কবীরকে নিয়ে আসতে আমাদের পুলিশের এসকর্ট পাঠানো হয়েছে।'

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে