ফিলিস্তিনের গাজায় ইসরাইলি সেনাদের বরবর হামলার প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল সোনারগাঁও মহিলা কলেজ শাখা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে।
সোনারগাঁ মহিলা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সুমাইয়া সাদিয়া মীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা শামিয়া জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক অধ্যাপক ওয়াহিদ-বিন- ইমতিয়াজ বকুল। এসময় সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদল নেতা আশিকুর রহমান আশিক, তানভীর আহাম্মেদ জনি, আমিনুল ইসলাম প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ তার বক্তব্যে বলেন, অবিলম্বে নিরীহ গাজা বাসীর উপর ইসরায়েলি সেনাদের এই র্বরর্বর হামলা বন্ধ করতে হবে। তিনি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সকল মানবাধিকার সংগঠনকে এব্যাপারে দ্রুত কার্জকর পদক্ষেপ গ্রহণ করতে জন্য অনুরোধ জানান।