গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কলমাকান্দা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ০২:৫৮ পিএম
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কলমাকান্দা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রতিবাদে এবং গণহত্যা বন্ধের দাবিতে কলমাকান্দা উপজেলা ছাত্রদলের এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা থানা মোড়ে এই কর্মসূচীর আয়োজিত করেন। ছাত্র নেতারা হাতে হাতে ব্যানার ধরে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং বিশ্ব সম্প্রদায়কে গাজায় চলমান গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আকারের বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম রসুল, যুগ্ম আহবায়ক ইসতিয়াক হাসান সৌরভ, রবিন শেখসহ অনেকেই।

প্রতিবাদ সমাবেশে ছাত্র নেতারা বলেন, “ফিলিস্তিনে শিশু, নারী ও নিরীহ মানুষের উপর বর্বরতা চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ। বিশ্ব মুসলিমনেতাসহ অন্য নেতাদের এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।”

বক্তব্যে আরও বলা হয়, গাজা আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত সেখানে রক্ত ঝরছে, ধ্বংস হচ্ছে ঘরবাড়ি ও হাসপাতাল। এমন অবস্থায় মুসলিম উম্মাহসহ বিশ্বের বিবেকবান মানুষের উচিত সোচ্চার হওয়া এবং ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW