গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সাতক্ষীরায় ছাত্র শিবিরের বিক্ষোভ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৫, ০৫:৪২ পিএম
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সাতক্ষীরায় ছাত্র শিবিরের বিক্ষোভ

গাজায় ইজরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখা।  শুক্রবার (১১ এপ্রিল) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্ত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল নিউমার্কেট চত্ত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। গাজায় গণহত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর অব্যাহত চাপ সৃষ্টির আহ্বান জানান ছাত্র শিবির নেতারা।পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ২টা ১৫ মিনিটে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল শুরু হয় আসিফ চত্ত্বর থেকে। সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আল মামুন।

তিনি বলেন, 'মুখে মানবাধিকারের কথা বলে ইসরাইল চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ধৃষ্টতা দেখিয়ে চলেছে। ইসরায়েলের হিংস্রতা থেকে রক্ষা পাচ্ছে না নারী শিশু বৃদ্ধ কেউ। সকল চুক্তি বাতিল করে অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান নেতারা। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিবির নেতারা।

মিছিল শেষে বক্তব্য রাখেন শিবিরের জেলা সভাপতি ইমামুল হোসেন। 

তিনি  বলেন,  বর্বর ইসরাইল মুসলমানদের উপর অন্যায়ভাবে জুলুম করছে। গাজায় গণহত্যা চালানো হচ্ছে।  আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুর রহিমসহ অনেকে বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, ‘যে বিশ্বের মোড়লরা, ওআইসি, জাতিসংঘ মুসলমানদের ওপর হামলায় নিরব থাকে এরকম ওআইসি, জাতিসংঘের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন ছাত্র শিবির নেতারা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে