গাজায় গনহত্যার প্রতিবাদে রংপুরে বিএনপি‘র বিক্ষোভ

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫, ০৭:৫৪ পিএম
গাজায়  গনহত্যার প্রতিবাদে রংপুরে বিএনপি‘র বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় মানবতার দুশমন ইসরাইলের শিশু সহ নিরিহি সাধারন  মানুষ হত্যার প্রতিবাদে রংপুর মহানগর বিএনপি‘র উদ্দ্যেগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল (১০)এপ্রিল বৃহস্পতিবার  বিকালে নগরীর গ্র্যান্ডহোটেল মোড়-’ দলীয় কার্যালয় থেকে এক বিরাট বিক্ষোভ  মিছিল বের হয়। মিছিল টি নগরীর প্রধান সড়ক প্রদর্ক্ষীন শেসে ঐতিহাসিক পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে শেষ হয়।মিছিল কারীরা  জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ইসরাইলের ধংসযঞ্জের প্রতিবাদে শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তোলে  রাজপথ। এর আগে গ্র্যান্ড হোটেল মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন,মহানগর বিএনপি‘র আহ্বায়ক সামসুজ্জামান সামু,সদস্য সচিব এডভোকেট মাহ ফুজ উন নবী ডন। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে মহানগর বিএনপি‘র ৩৩ টি ওয়ার্ড ও বিএনপি‘র সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপ-ি’ত ছিলেন।সমাবেশ থেকে ইসরাইলের হত্যা যঞ্জের  বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে ঐক্য বদ্ধ হয়ে তিব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।হত্যা যঞ্জ বন্ধে  জাতিসংঘ কে কার্যকর অগ্রনী ভূমিকা নেয়ার দাবী জানান বিক্ষোভ কারীরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে