গাবতলীতে এইচ এস সি পরীক্ষা কেন্দ্র'র দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া):
: | আপডেট: ২৩ এপ্রিল, ২০২৫, ০৬:২২ পিএম : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ০৬:২২ পিএম
গাবতলীতে এইচ এস সি পরীক্ষা কেন্দ্র'র দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বগুড়ার গাবতলী সরকারি ডিগ্রী কলেজের ২০২৫ সালের এইচ এস সি পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা  কেন্দ্র উপজেলা সদরে করার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার (২৩ এপিল) গাবতলী সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে উপজেলা পরিষদে গিয়ে সমাবেশ করে।

এসময় শিক্ষার্থীরা বলেন, গাবতলী সরকারি ডিগ্রী কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের ২৫ কিলোমিটার দূরে সৈয়দ আহম্মেদ কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয়। যার ফলে অনেক ঝামেলা ঝঞ্জাট  ও পরীক্ষার্থীদের বিরাম্বনায় পড়তে হয়। রাস্তায় খানাখন্দে ভরপুর থাকায়, ধুলাবালি ও বিষাক্ত ধোয়ার সম্মুখীন হতে হয়। জার্নিকরে গিয়ে পরীক্ষা ভালোভাবে দেয়া সম্ভব হয়না।

বিগত দিনে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে নানান সমস্যায় সম্মুখীন হয়েছেন। শিক্ষার্থীরা দুরের কেন্দ্রে আর পরীক্ষা দিতে চায় না, উপজেলা সদরে পরীক্ষা দিতে চায়।  দাবী আদায়ের জন্য উপজেলা নির্বাহী অফিসার সহ পরীক্ষার সাথে সকল দপ্তরগুলোকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা।

দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ইতিপূর্বেও শিক্ষার্থীরা উপজেলা সদরে এইচ এস সি পরীক্ষা কেন্দ্র'র দাবিতে আন্দোলন করেছিল। সেই ধারাবাহিকতায় উপজেলা সদরে পরীক্ষা কেন্দ্রের দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।  উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হাফিজুর রহমান শিক্ষার্থীদের কেন্দ্র পরীবর্তনের জন্য  বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে