বগুড়ার গাবতলীতে কৃষক সজল মিয়া হত্যা মামলার পলাতক আসামী পিতা সিরাজুল ইসলাম ও পুত্র শরিফুল ইসলামকে গাবতলী মডেল থানা পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে।
থানা সূত্রে জানাগেছে, উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলীহাটা গ্রামের মহির উদ্দিনের ছেলে কৃষক সজল মিয়ার বরেন্দ্র সেচ মেশিনের ধানের অংশ নিয়ে প্রতিবেশী সিরাজুল ইসলামের সাথে বিরোধ চলছিলো। প্রতিপক্ষরা সজলকে ছুরিকসঘাতে খুন করে।
এঘটনায় সজলের স্ত্রী বাদী হয়ে গাবতলী থানায় ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। গ্রেপ্তার এড়াতে আসামীগন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী থানা পুলিশ গত ১৩ এপ্রিল রাতে সৈয়দ আহম্মদ কলেজ এলাকায় বাঁশআটা গ্রামে আসামীর জামাই বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।
গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক জামান,
(১৪এপ্রিল) সোমবার আদালতের মাধ্যমে আসামী পিতা পুত্রকে জেলহাজতে প্রেরন করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন।