গাবতলীতে জোরপুর্বক জমি দখল করায় সংবাদ সম্মেলন

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া): : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০৬:০৩ পিএম
গাবতলীতে জোরপুর্বক জমি দখল করায় সংবাদ সম্মেলন

আমিনুর ইসলামঃ শনিবার ( ২৬ এপ্রিল)  গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামের পিতাঃ মৃত বাবর আলীর ছেলে কৃষক মোঃ মোস্তাফিজার রহমান (৫৫), স্থানীয় একটি প্রেসক্লাব, বগুড়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলছেন, একই গ্রামের বাদশা মোল্লা দিং এর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে  বিরোধ চলে আসছিল। উক্ত জমি-জমা বিষয় নিয়ে জেলা বগুড়ার গাবতলী থানা সহকারী জজ আদালতে একটি বন্টন নামা মামলা চলমান রয়েছে।

প্রতিপক্ষ রুহুল আমিন মোল্লা, বোরহান উদ্দিন মোল্লা,শিপন মোল্লা, পিন্টু মোল্লা, বাদশ মোল্লা,  সুজাউল ইসলাম মোল্লা, উজ্জল মোল্লা, আবুল মন্ডল, শাকিব মেল্লা, মিনাব মোল্লার সাথে বিরোধ চলে আসছে। মীরপুর মৌজায় ৪২ শতক সম্পত্তি মোস্তাফিজার রহমান ও নবাব আলীর পৈত্রিক এবং কবলা সূত্রে পাওয়া। তাতে বসতবাড়ি, মার্কেট ঘর নির্মান  ও বিভিন্ন গাছ লাগিয়ে  দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন। বিবাদীগণ প্রতিবেশি হওয়ায় তাহারা সম্পত্তি জোরপূর্বক অবৈধ দখল করার চেষ্টা করে। আমাদের কাছে  অবৈধভাবে প্রতারণা পূর্বক চাঁদা দাবীকরা সহ বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি-ধামকি প্রদর্শন করে আসছিল।

৫ আগষ্ট ও থেকে  ৬ আগষ্ট ২০২৪ তারিখে বিবাদীগণসহ অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসীরা দলবদ্ধ হয়ে বিভিন্ন ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে, আমাকে ও আমার ভাই নবাব আলীকে হত্যার হুমকি-ধামকি প্রদান করে আমাদের সম্পত্তি জোরপূর্বক অবৈধভাবে দখল করে।   গাবতলী মডেল থানার পরপর দুইটি অভিযোগ দায়ের করলেও কোন অভিযোগেরই তদন্তপূর্বক আইনী ব্যবস্থা বা কোন সুরাহা পাইনি।সম্পত্তিতে গেলে বিবাদীগণ আমাকে  হত্যা করে লাশ গুম সহ ক্ষতিডাধন করবে মর্মে আমি আশংকাবোধ করছি। আমি পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলনে মোস্তাফিজার রহমান ন্যায় বিচারের জন্য প্রশাসন ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতার কামনা করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে