গাবতলীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া): : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০৬:০৪ পিএম
গাবতলীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

বগুড়ার গাবতলী মডেল থানার পুলিশ শুক্রবার  (২৫ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে শনবার (২৬ এপ্রিল) জেল হাজতে পাঠিয়ে দিয়েছে। বগুড়ার গাবতলী মডেল থানার  অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক'র নির্দেশে গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান  পরিচালনা করে মডেল থানার পুলিশ বগুড়া সদর ফুলবাড়ী  এলাকা জি আর মামলায়   এক বছরের  সাজাপ্রাপ্ত  দীর্ঘদিনের পলাতক আসামী গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের গোল্লা সরদারের ছেলে মাসুদ রানা (৩২),

  শিবগঞ্জ থানার মহাস্থান এলাকা হতে  গাবতলী উপজেলার মহিষাবান মধ্যেপাড়া গ্রামের নিলু প্রাং ছেলে জনি, গাবতলী সদর ইউনিয়নের চকবোছাই মধ্যপাড়া গ্রামের মোস্তফা খাঁ ছেলে  পলাশ (৩৫), সোন্দবাড়ি ফকিরপাড়া গ্রামের মৃত মজনু মন্ডলের ছেলে আপেল মন্ডল (৩৪), পৌরসভার সোন্দাবাড়ি ফকির পাড়া গ্রামের  আনিছার রহমানের ছেলে  জহুরুল (৪০)কে নিষিদ্ধ টেপেন্ডাল ট্যাবলেটসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে । আসামীদেরকে আদালতে মামলা জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক  নিশ্চিত করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে