গুগল অ্যাসিস্ট্যান্টের জায়গা নিতে আসছে জেমিনি এআই

এফএনএস আইটি : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০৬:৩৭ এএম
গুগল অ্যাসিস্ট্যান্টের জায়গা নিতে আসছে জেমিনি এআই

টেক দুনিয়ায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে গুগল। ২০২৫ সালের মধ্যে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বিদায় নিচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগলের সাম্প্রতিক ঘোষণায় স্পষ্ট হয়েছে, ভবিষ্যতে জেমিনি এআই হবে অ্যান্ড্রয়েডের নতুন ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ, যারা এতদিন গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতেন তাদের জন্য আসছে এক নতুন অভিজ্ঞতা। গুগল এই পরিবর্তন শুধু স্মার্টফোনেই নয় বরং ট্যাবলেট, স্মার্টওয়াচ, গাড়ির সফটওয়্যার, হেডফোন এবং অন্যান্য সংযুক্ত ডিভাইসেও নিয়ে আসছে। এমন কি আইওএস প্ল্যাটফর্মেও এই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

গুগল অ্যাসিস্ট্যান্ট কেন বন্ধ হচ্ছে?

গুগল অ্যাসিস্ট্যান্ট ২০১৬ সালে চালু হওয়ার পর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছে। কিন্তু গুগল সম্প্রতি আরও উন্নত ও শক্তিশালী জেমিনি এআই-কে বাজারে এনেছে। যা আগের অ্যাসিস্ট্যান্টের তুলনায় আরও উন্নত ও বুদ্ধিমান হবে। এই পরিবর্তনের অন্যতম কারণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর গুগলের নতুন দৃষ্টিভঙ্গি। গুগল চায় তাদের এআই প্রযুক্তি আরও স্বয়ংক্রিয়, শক্তিশালী এবং ব্যবহারকারীর চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলুক। তাই পুরনো অ্যাসিস্ট্যান্ট বাদ দিয়ে জেমিনি এআই-কে সামনে নিয়ে আসছে তারা। গুগল জানিয়েছে, যেসব ডিভাইসে অ্যান্ড্রয়েড ১০ বা তার পরবর্তী সংস্করণ এবং কমপক্ষে ২ জিবি র‍্যাম রয়েছে সেগুলোতে কিছুদিনের জন্য গুগল অ্যাসিস্ট্যান্ট চালু থাকবে। তবে ভবিষ্যতে ধাপে ধাপে সব ডিভাইসে জেমিনি এআই আসবে এবং পুরনো অ্যাসিস্ট্যান্ট পুরোপুরি সরিয়ে দেওয়া হবে। অন্যদিকে পুরনো স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট আর চলবে না। তাই যারা এই অ্যাসিস্ট্যান্টে অভ্যস্ত, তাদের হয় নতুন ডিভাইস কিনতে হতে পারে অথবা জেমিনি এআই ব্যবহার করতে হবে।

জেমিনাই কতটা উন্নত? কী সুবিধা পাবেন?

গুগলের দাবি, জেমিনি এআই আগের গুগল অ্যাসিস্ট্যান্টের চেয়ে অনেক বেশি স্মার্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন। এটি শুধু সাধারণ ভয়েস কমান্ড গ্রহণ করবে না, বরং নানা রকম কাজ সম্পাদন করতে পারবে, যেমনÑ ইমেইল লেখা, অটো রিপ্লাই, রিয়েল-টাইম ট্রান্সলেশন, জটিল প্রশ্নের উত্তর এবং কাস্টমাইজড পরামর্শ দেওয়া। গুগল আরও জানিয়েছে, জেমিনি এআই স্মার্ট হোম ডিভাইস, স্পিকার, স্ট্রিমিং ডিভাইস, গাড়ির সফটওয়্যার ও অন্যান্য সংযুক্ত ডিভাইসেও নতুন অভিজ্ঞতা আনবে। যদিও গুগল স্মার্ট হোম ডিভাইস নিয়ে আপাতত বেশি মনোযোগ দিচ্ছে না, তবে ভবিষ্যতে জেমিনি এআই-কে এসব ডিভাইসেও একীভূত করার পরিকল্পনা রয়েছে।

কবে আসছে এই পরিবর্তন?

গুগল এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি তবে ধারণা করা হচ্ছে অ্যান্ড্রয়েড ১৬ থেকে এই পরিবর্তন কার্যকর হতে পারে। এর মানে, এবছরই নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে গুগল অ্যাসিস্ট্যান্টের জায়গায় সরাসরি জেমিনি এআই আসবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW