গুলিতে ছাত্র হত্যা ও আহতের বিচারের দাবিতে বিক্ষোভ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ০৬:৪৮ পিএম
গুলিতে ছাত্র হত্যা ও আহতের বিচারের দাবিতে বিক্ষোভ

জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনয়নের দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের জোড়া ব্রিজ এলাকায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানের সময় গুলিতে কলেজ ছাত্র সিয়াম মোল্লা নিহত ও গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয় চলতি এসএসসি পরীক্ষার্থী রাকিব মোল্লা। এ ঘটনায় আহত রাকিবকে আসামি করে র‌্যাব বাদী হয়ে আগৈলঝাড়া থানায় দুইটি মামলা দায়ের করেছে।

অপরদিকে বিচার বহিরভূত ছাত্র হত্যা ও এক ছাত্রকে গুলিকরে আহত করায় বিচারের দাবিতে বুধবার দুপুরে শিক্ষার্থী ও এলাকাবাসী দক্ষিণ মোল্লাপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এসময় র‌্যাবের গুলিতে নিহত কলেজ ছাত্র সিয়াম মোল্লা মা জোসনা বেগম বলেন, আমার ছেলে একজন ছাত্র। আমার ছেলে কোনদিন মাদকের সাথে জড়িত ছিলোনা। র‌্যাব আমার ছেলেকে গুলিকরে হত্যা করেছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই। তিনি আরও বলেন, গত ২১ এপ্রিল সন্ধ্যায় র‌্যাব সদস্যরা রুবেল মোল্লা ও সৈকত মন্ডলকে আটক করে। তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে আমার ছেলে দেখতে গেলে তাকে র‌্যাব গুলি করে হত্যা করে এবং আমার আত্মীয় রাকিব মোল্লাকে গুলি করে আহত করেছে। বিক্ষোভ মিছিলে নিহতের চাচাতো বোন মীম আক্তার, ভাবী নিসাত আক্তার, মামি আসমা বেগম, শিক্ষার্থী নিহারিকা মন্ডল,  সফিউর রহমান, তামিম গাজী, আলী হোসেন, শাহাদাত হাওলাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিহত সিয়াম মোল্লা কারফা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের রিপন মোল্লার ছেলে। আহত রাকিব মোল্লা সাহেবের হাট মাধ্যমিক বিদ্যালয়ের চলতি এসএসসি পরিক্ষার্থী ও একই গ্রামের খালেক মোল্লার ছেলে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল বিকেলে আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। র‌্যাবের অভিযানে উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের মন্টু মোল্লার ছেলে রুবেল মোল্লা ও আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের জুরান মন্ডলের ছেলে সৈকত মন্ডলকে আটক করা হয়। এসময় আটককৃতরা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। এসময় সিয়াম মোল্লা ও রাকিব মোল্লাও এগিয়ে যায়। স্থানীয় কতিপয় ব্যক্তি সাদা পোষাকের র‌্যাব সদস্যদের ওপর হামলা চালালে একজন র‌্যাব সদস্য গুলি চালায়। এসময় ওই র‌্যাব সদস্যর ছোড়া গুলিতে কলেজ ছাত্র সিয়াম মোল্লা নিহত ও স্কুল ছাত্র রাকিব মোল্লা গুরুত্বর আহত হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে