গ্রেনেড হামলা: তারেকসহ আসামিদের খালাসের শুনানি পিছিয়ে ৪ মে

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৫, ১২:৫৫ পিএম
গ্রেনেড হামলা: তারেকসহ আসামিদের খালাসের শুনানি পিছিয়ে ৪ মে

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি পেছালো আদালত। নতুন তারিখ আগামী ৪ মে দিন ধার্য করা হয়েছে।

রোববার এ মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকায় ছিল। কিন্তু বেঞ্চ পুনর্গঠন না হওয়ার শুনানি পেছানো হয়।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের খালাস দেন হাইকোর্ট।

২১ আগস্ট মামলায় বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত।

পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ। কারণ তা অবৈধ উপায়ে দেয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধেই লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে