সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন মানুষকে পুড়িয়ে মারাসহ বিভিন্ন অত্যাচার নির্যাতনে আল্লাহর আরশ কেপেছে, মানুষের মন কেদেঁছে কিন্তু শেখ হাসিনার হৃদয় কাপেঁনি। তিনি বলেন দেশের মানুষ আর কোন ফ্যাসিস্টকে শাষন ক্ষমতায় দেখতে চায় না। কোটা আন্দোলনে অংশগ্রহনকারী ছাত্রদের রাজাকার বলে দাম্বিকতা দেখিয়েছেন , সেই দাম্বিকতাই তার পতনের কারণ। তিনি আরো বলেন নতুন বাংলাদেশ হবে ইসলামের সুমহান আদর্শের আলোকে পরিচালিত । বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা যে স্বপ্ন দেখেছে , তা সত্য হবে। দেশের সবখানে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে। দেশের যারা গুম খুন করেছে তাদের বিচার এই মাটিতেই করতে হবে। এমন বিচার হোক যাতে জাতি কলঙ্কমুক্ত হয়। আমরা নিজের হাতে আইন তুলে নিতে চাই না। প্রচলিত আইনেই গনহত্যার দায়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ৫ই আগষ্টের পর একদল সুবিধাবাদী চাঁদাবাজি, হাটবাজার , বিভিন্ন বাস স্টান্ড দখল করেছে। এমন সমাজ আমরা চাই না। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। যেখানে থাকবেনা কোন ভেদাভেদ । ঘুষ দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ উপহার দিতে চাই। তিনি বলেন গত ১৬ বছর এই দেশে গনতন্ত্র ছিলো না, ভোটাধিকার ছিলো না , মানুষ ভোট দিতে পারেনি। মিথ্যা মামলা , মিথ্যা বিচারক , মিথ্যা ট্রাইবুনাল করে হয়রানি করেছে। তিনি বলেন জনমনে আতংক ছড়াচ্ছে পলাতক স্বৈরাচার। দেশ থেকে পাচার করা টাকা তারা এখন দেশের বিরুদ্বে গুজব ছড়াতে খরচ করছে। আন্তজার্তিক ভাবে তাদের ষড়যন্ত্র থেমে নেই। এই নেতা বলেন ফিলিস্তিনে গনহত্যা পরিচালনার মাধ্যমে ইসরাইল পৃথিবীর মানচিত্রে সন্ত্রাসী হিসেবে পরিনত হয়েছে। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষনা এবং নিরপেক্ষ নির্বাচন দেন । প্রধান অতিথি কুমিল্লা ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীকে ভোট দেওয়ার আহবান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা ও পৌরসভা আয়োজিত গতকাল শুক্রবার সকালে লাকসাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল কর্মী সম্মেলনে তিনি একথা বলেন । এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাছুম । লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মু. জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারী মু. জোবায়ের ফয়সাল ও পৌরসভা সেক্রেটারী মো. শহিদ উল্লাহ পরিচালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহা: আবদুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট শাহজান , কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী ও কুমিল্লা ৯ (লাকসাম- মনোহরগঞ্জ ) সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী , কুমিল্লা ১০ সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত, অধ্যাপক রেজাউল করিম ভিপি , কুমিল্লা জজ কোর্ট নারী ও শিশু আদালতের পিপি এডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম প্রমুখ। বিশাল এ কর্মী সম্মেলনে এ দিন লাকসাম জামায়াতের নেতা কর্মীর ঢল নামে এবং উৎসবে পরিনত হয় । সম্মেলন সকাল ৮ টায় শুরু হয়ে এবং প্রধান অতিথি ১১ টায় বক্তব্য শুরু করেন প্রায় ১ ঘন্টা তিনি বক্তব্য দেন ।