চকরিয়ায় নৌ-বাহিনীর ভুয়া সৈনিক দম্পতি আটক

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০৩:১১ পিএম
চকরিয়ায় নৌ-বাহিনীর ভুয়া সৈনিক দম্পতি আটক

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে ভূয়া নৌ-বাহিনীর সৈনিক পরিচয় দানকারী দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে চকরিয়া থানার ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন,  কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার তাইনজাঙ্গা ইউনিয়নের ভাটগাঁও এলাকার মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে মোঃ মিজান (৩৬) ও তার দ্বিতীয় স্ত্রী পটুয়াখালী জেলার মৃত নাছির উদ্দীনের মেয়ে মৌসুমী বেগম মৌ (২৭)। পুলিশ গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল ও পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত আসামি মিজানের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণা অভিযোগে ঝিনাইদহ সদর, রাজবাড়ি সদর, মাদারীপুর শিবচর, পাবনা সদর, কুষ্টিয়া সদর ও কিশোরগঞ্জ তারাইল থানায় মামলা রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে