চট্টগ্রামে জোড়া খুন: কিলিং মিশনে অংশ নেওয়া গ্রেপ্তার আরও ১

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ১২:২৮ পিএম
চট্টগ্রামে জোড়া খুন: কিলিং মিশনে অংশ নেওয়া গ্রেপ্তার আরও ১

চট্টগ্রাম: চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে  জোড়া খুনের ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী মোঃ সজিব নামে আরও এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত দেড়টায় নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ফটিকছড়ি কাঞ্চন নগর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের  নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

গ্রেপ্তারকৃত মো: সজিব (২৯) ফটিকছড়ি মধ্য কাঞ্চন নগর এলাকার তকবুল আলী বাড়ির মোঃ সেলিম উদ্দিনের ছেলে। গ্রেপ্তার সজিব হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানায়।

এর এ ঘটনায় জড়িত মো. বেলাল (২৭) ও মো. মানিক (২৪) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় মোট তিনজন গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, গত ৩০ মার্চ রাত ২টার দিকে বাকলিয়ার রাজাখালী ব্রিজ এলাকায় চট্টমেট্রো-গ-১২-৯০৬৮ নম্বরের প্রাইভেটকারে থাকা সরোয়ার হোসেন বাবলা, আব্দুল্লাহ আল রিফাত, মো. বখতিয়ার হোসেনসহ কয়েকজন হামলার শিকার হন। ৬-৭টি মোটরসাইকেলে আসা হামলাকারীরা তাদের ধাওয়া করে এবং এক্সেস রোডের শেষ মাথায় নবাব সিরাজউদ্দৌলা রোড সংলগ্ন ঢাকাইয়া খানা রেস্টুরেন্টের সামনে এলোপাতাড়ি গুলি চালায়। এতে বখতিয়ার হোসেন (২৮) ও আব্দুল্লাহ আল রিফাত (২২) গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত রবিউল হোসেন হৃদয় ও রবিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

বাকলিয়া থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. ইখতিয়ার উদ্দিন জানান, হত্যাকাণ্ডে অংশে নেওয়া আরও একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে