চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের ঠিকাদারী নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই প্রভাবশালী গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৪টি মামলাও দায়ের করা হয়েছে। এ ঘটনায় সোমবার থেকে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতারও করা হয়েছে। এখনো সেখানে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সোমবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন, বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকার মৃত জাগির হোসেনের ছেলে নুরুল আবছার (৫৫), বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত অলি আহমদের ছেলে আবুল কালাম আজাদ (৫৩), আনোয়ারা সদরের ডুমুরিয়া এলাকার আজম আলীর ছেলে মো. আরাফাত (২৬), পীরখাইন এলাকার শামসুল আলমের ছেলে শফিউল আলম (২৬), ভিংরোল এলাকার মমিনুর রশীদের ছেলে এরফানুর ৩১), দুধকুমড়া এলাকার জাগির হোসেনের ছেলে কাশেম (৪৫), তেকোঠা এলাকার মৃত গুড়া মিয়ার ছেলে মোস্তাক আহমদ (৫৫)।
থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকতে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারী কাজের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার রাত দেড়টার দিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ সংঘর্ষ হয়।
এরপর এ ঘটনায় থানার ৩ পুলিশ সদস্যসহ ১৫ জন নেতাকর্মী আহত হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় অপহরণ, চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টিকারী ও পুলিশের উপর হামলার মামলা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তিনজন পুলিশ গুরতর আহত হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। সে মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান উপজেলার বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে।’