চট্টগ্রামে তিন শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫, ০৬:২৭ পিএম
চট্টগ্রামে তিন শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

চট্টগ্রামের বাকলিয়ায় এক লম্পট  মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে তিন শিশুকে বলাৎকারের অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত শিক্ষক মো. গিয়াস উদ্দিনকে রবিবার রাতেই গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘটনায় আটক ব্যক্তির কঠোর শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন দাবি জানিয়েছে। 

 পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত  ১৮ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাকলিয়া থানাধীন ইসহাকেরপুল এলাকার একটি মাদ্রাসার শয়নকক্ষে ওই তিন শিশুকে পালা ক্রমে  বলাৎকার করে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। অভিযুক্ত গিয়াস উদ্দিন (৪৫) ‘মানারুল কোরআন মাদ্রাসা’র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ইসহাকেরপুল ইউসুফের বাড়িতে থাকতেন। তাঁর স্থায়ী ঠিকানা কক্সবাজারের পুকখালী এলাকায়। 

স্থানীয়রা অভিযোগ করেছেন-  শিশুরা সবাই ওই  মাদ্রাসাটির ছাত্র। এর আগেও মাদ্রাসাটিতে এই শিক্ষক এমন ধরনের আচরণ করলেও প্রভাবশালীদের চাপে ঘটনা দামাচাপা পড়ে যায় যায়। 

খবর পেয়ে ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পুলিশ রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। বর্তমানে মামলাটি বাকলিয়া থানায় তদন্তাধীন রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে