চট্টগ্রামে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৫, ০১:৪৪ পিএম
চট্টগ্রামে  যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের যুবলীগ নেতা মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার  মুরাদপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ খুনের  ঘটনা ঘটে। তিনি ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে।

মুসলিম উদ্দীনের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী সাংবাদিকদের জানান, নির্মাণাধীন একটি কারখানার বাইরে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মুসলিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা করে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন।

তিনি আরো বলেন, বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিল মুসলিম উদ্দিন। সন্ধ্যা ছয়টার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তাকে। পরে হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যায়।

এই বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের  বলেন, মুসলিম উদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় সীতাকুণ্ডে উত্তেজনা বিরাজ করছে। আমরা ঘটনাস্থলে পরিদর্শন করছি। এই ঘটনায় কারা জড়িত এখনো জানা যায়নি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে