চট্টগ্রাম শহরের পাহাড়তলীতে স্ত্রী শারমিন আক্তার হত্যা মামলার প্রধান আসামি স্বামী মঈন উদ্দিন (৩০) -কে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাব-০৭। মঙ্গলবার বিকাল ৩টায় বন্দর থানাধীন নিশ্চিন্তা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বুধবার র্যাব-০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যম কর্মীদের জানানো হয়। গ্রেপ্তারকৃত আসামি মঈন উদ্দিন রাঙ্গামাটির কাউখালী থানার বড় বিলি এলাকার মৃত আজিজুল হকের ছেলে।
র্যাব-০৭ সূত্রে জানা গেছে , বিগত ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে স্ত্রী শারমিন আক্তারকে শারিরীক নির্যাতনের পর বালিশ চাপা দিয়ে হত্যা করেন। পরে ভিকটিমের মা বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯। ওই মামলার পর আসামি দীর্ঘদিন পলাতক ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি মাইন উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।