চট্টগ্রামে র্যাবের পৃথক বিশেষ অভিযানে হত্যা-মাদক ও এসিড নিক্ষেপ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা দীর্ঘদিন পলাতক ছিল। শুক্রবার রাতে ভূজপুর হাটহাজারী এবং থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার বিভিন্ন গণমাধ্যমে প্রেরিত র্যাব -০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
গ্রেপ্তার আসামিরা হলেন - ভূজপুর থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ লোকমান (৫০), হাটহাজারী থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ লিটন (৩৫) এবং পাঁচলাইশ থানার এসিড নিক্ষেপ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রুপন কর্মকার প্রকাশ অভি বড়ুয়া (৩৫)।
র্যাব-০৭ সূত্রে জানা গেছে, আসামিরা গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। এরপর গোপন সংবাদ পেয়ে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানা গেছে।