চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করণের দাবী পেশ, ধর্ম উপদেষ্টার আশ্বাস

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০৩:২৩ পিএম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করণের দাবী পেশ, ধর্ম উপদেষ্টার আশ্বাস

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে একান্ত সাক্ষাৎকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করণ ও নির্মাণের দাবি পেশ করেছেন কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল্লাহ আল ফারুক। দাবীর প্রেক্ষিতে  ধর্ম উপদেষ্টা বলেন, 'বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমি সড়ক ও সেতু উপদেষ্টা জনাব ফাওজুল কবিরের সাথে আলোচনা করেছি। জাইকা এই সড়ক নির্মাণে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। বিষয়টি আমি মাননীয় প্রধান উপদেষ্টা ও ক্যাবিনেটে উত্থাপন করবো।'

শুক্রবার (১৮ এপ্রিল) অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন কক্সবাজারে অবতরণ করলে কক্সবাজার বিমান বন্দরে স্বাগত জানান কক্সবাজার জেলা প্রশাসক সালাহ উদ্দীন। এসময় যুগ্মসচিব ও ধর্ম উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমদ, জেলা পুলিশ সুপার সাইফ উদ্দিন শাহীন, রাজনীতিবিদ ও সমাজ সেবক আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন পেশাজীবি ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার জন্য উপদেষ্টার সাথে আলোচনা করেন কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর আমির আব্দুল্লাহ আল ফারুক।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে