ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে পদ্মার চরাঞ্চলের ৪টি প্রাথমিক বিদ্যালয়ে আইটিভিত্তিক শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুর ১২টায় উপজেলা কনফারেন্স রুমে আইটিভিত্তিক এক শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের হাতে আইটিভিত্তিক এক শিক্ষা উপকরন তুলে দেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মোঃ মাকসুদুর রহমান. উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা উন্নয়ন সহকারী মনজুর সামাদ ও শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মোঃ ইয়াহিয়া প্রমূখ।
জানা যায়, উপজেলা পদ্মা নদীর চরাঞ্চলের শিক্ষা ব্যাবস্থাকে আধুনিকায়ন করে গড়ে তুলতে উপজেলা প্রশাসন আইটিভিত্তিক শিক্ষা উপকরন বিতরনের উদ্যোগ নেন। এ প্রকল্পের আওতায় উপজেলা পদ্মা নদীর অপর পারে চরহরিরামপুর ইউনিয়নের চরশালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ৪৩ ইঞ্চি ডিজিটাল টিভি এবং একই ইউনিয়নের গোলাপখার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ একটি প্রিন্টার বিতরন করা হয়। অপরদিকে, উপজেলা পদ্মা নদীর আরেক পারের চরঝাউকান্দা ইউনিয়নের হুকুম আলী চৌকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ৪৩ ইঞ্চি ডিজিটাল টিভি এবং একই ইউনিয়নের চর কল্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ একটি প্রিন্টার বিতরন করা হয়।