কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ এপ্রিল ২০২৫ সকালে চর রাজিবপুর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান সম্মানিত সদস্যরা। সেই সাথে আগামীতে নান্দনিক চর রাজিবপুর গড়তেও বেশকিছু বিষয়ে আলোচনা হয়।
চর রাজিবপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী এর সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ জনাব আমিনুল ইসলাম, রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, রাজিবপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বাশার মোঃ আব্দুল লতিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা রাশেদুল ইসলাম, চর রাজিবপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপ্নসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। আইন-শৃঙখলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই রোধ, মাদক চোরাচালান রোধ, শহরের যানজট, শহরের পরিছন্নতা, দ্রব্যমূল্যর বাজার নিয়ন্ত্রণসহ ইতিবাচক কার্যক্রম আলোচনার পাশাপাশি রাজিবপুরের চলমান উন্নয়নসহ আগামীর অপার সম্ভবনার নানা উন্নয়নমুখী পুলিশিং ও প্রকল্প নিয়েও উক্ত সভায় সম্মানিত সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।
সর্বোপরি সুষ্ঠু-সুন্দর রাজিবপুর উপজেলা গড়তে সকলকে ধন্যবাদ জানিয়ে সন্মানিত সভাপতি সভা সমাপ্তি ঘোষণা করেন।