চাঁদপুরে কমিউনিস্ট পার্টির বাংলা নববর্ষের শুভেচ্ছা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৫, ০৭:৫৮ পিএম
চাঁদপুরে কমিউনিস্ট পার্টির বাংলা নববর্ষের শুভেচ্ছা

বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে চাঁদপুরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী ও সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন।

নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, পহেলা বৈশাখ বাঙ্গালি জাতির মহাপ্রাণ। বাংলা ভাষাভাষী সকল মানুষ বৈশাখের প্রথম দিনে আনন্দে মেতে ওঠে। এ দিনটি অতি সাড়ম্বরে বাঙ্গালিরা যার যার সাধ্য অনুযায়ী উদযাপন করে থাকে। পহেলা বৈশাখ একটি উৎসবের নাম। তাই এদিনটি সর্বজনীন উৎসব হিসেবে বাঙ্গালির কাছে গ্রহণযোগ্য আবহমানকাল থেকে। এদিন থেকে আমরা শপথ নিই যেন সকল শোষণ-বঞ্চনার অবসান হয়; নিরসন হোন সকল বৈষম্য; ধ্বংস হোক সকল কুপমন্ডুক, হিংসা-বিদ্বেষ ও  সাম্প্রদায়িক অপশক্তি। 

নেতৃবৃন্দ আরও বলেন, শপথ নিতে হবে  'মানবতা ও শান্তি ' বিলোপ সাধনকারী সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে অবধারিতভাবে সোচ্চার থাকতে।  আর সকল জাতিগোষ্ঠীর প্রতি বয়ে যাক অবারিত ভালোবাসা। জেগে ওঠুক মানবতা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW