চাঁদপুর সদর উপজেলার কুমারডুগিতে ট্রাক্টরের সঙ্গে সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই শাহজাহান পাটওয়ারী (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টায়(২২ এপ্রিল ২০২৫) চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমারডুগি ও জাফর বাড়ির মধ্যবর্তী হাওলাদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার (ওসি) মো. বাহার মিয়া।
নিহত শাহজাহান পাটওয়ারী শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষের হাট মফিজুল ইসলাম পাটওয়ারীর ছেলে। তার বাবা ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও ৪ জন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে নুরু গাজী নামে এক যাত্রীর অবস্থা অসংখ্য জনক।তাকে হাসপাতালের আই সি ইউ তে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী যাত্রীবাহী বোগদাদ বাসটি ঘটনাস্থল অতিক্রম করার সময় বাসের হেডলাইট চাঁদপুরমুখী সিএনজি চালকের চোখে বিচ্ছুরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সামনে থাকা দাঁড়ানো ট্রাক্টরের পেছনে ঢ়ুকে পড়ে সিএনজিটি। এ সময় সিএনজিটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার শিকার সিএনজিটি বাবুরহাট এলাকার আজাদ মৃধার।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও শাহমাহমুদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি ঘটনাস্থলে আসেন।
চাঁদপুর সদর মডেল থানার (ওসি) মো. বাহার মিয়া বলেন, মরদেহটি উদ্ধার করে চাঁদপুর নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।