" জেনে - বুঝে বিদেশে গেলে - অর্থ সম্মান দুই - ই মেলে " নিরাপদ অভিবাসন ইস্যুেত বিষয়ে সচেতনতামূলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে (২১ এপ্রিল ২০২৫) চাঁদপুর শহরের ভেলপমেন্ট এসিসটেন্সের (সিসিডিএ) আয়োজনে ও চাঁদপুর অন্যন্যা নাট্যগোষ্ঠীর ব্যবস্থাপনায় সচেতনতামূলক এই পথনাটক অনুষ্ঠিত হয়। গানে গানে পথনাটকটি জমিয়ে তোলেন চাঁদপুর অনন্যার শিল্পীরা। এসময় সেখানে বহু মানুষের ভিড় জমে যায়।এ নাটকের মাধ্যমে ফ্রি ভিসার ফাঁদে পড়ে কিভাবে মানুষ প্রতারিত হয়, তা দেখানো হয়।
গান আর নৃত্যের তালে তালে মঞ্চায়ন নাটকে নৃত্যের তালে তালে গান পরিবেশন করেন শিল্পী জসীম মেহেদী, মো. আলমগীর, সাদ্দাম হোসেন,বিরেন সাহা ও রশিদ বয়াতি।
অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটওয়ারী জানান, তাদের দুটি দল প্রবাসী অধ্যুষিত চাঁদপুর জেলা শহরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক এ পথ নাটক করছেন।